নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে লাখো নেতাকর্মীর সুবিধার্তে ট্রাফিক-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও চিকিৎসা সেবা দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলনকে গত রাত থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন দলটির সমর্থক ও নেতা-কর্মীরা। সমাবেশ দুপুর ২টায় আরম্ভ হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আজ ছোট ছোট মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। পাশাপাশি ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম’ (এনডিএফ) এর পক্ষ থেকে সম্মেলনে আসা নেতাকর্মীদের জরুরি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে।
শাহবাগ এলাকায় যান চলাচল সীমিত করার ফলে এই এলাকায় বড় কোনো গাড়ি প্রবেশ করছে না। পাশাপাশি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেও যানচলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কোনো ধরণের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে রিকশা এবং সিএনজি চলাচল দেখা গেছে।
শাহবাগ থেকে কিছু গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করলেও সেগুলো শুধু ঢাকা মেডিকেল রোড হয়ে বের হতে পারছে। বন্ধ করে দেওয়া হয়েছে টিএসসি থেকে কার্জন বা হাইকোর্ট অভিমুখী রোডটি।
এদিকে,এনডিএফ এর চিকিৎসা সেবা নিতে দলটির কর্মী সমর্থকদের ভিড় লক্ষ করা গেছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, এগুলো নিয়ন্ত্রণে কাজ করছে শৃঙ্খলা কমিটির ৮ হাজার নেতাকর্মী।
শৃঙ্খলার দায়িত্বে থাকা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আমানুল্লাহ বলেন, ‘আমরা ৮ হাজার নেতাকর্মী বিভিন্ন পয়েন্টে শৃঙ্খলার দায়িত্ব পালন করছি। রাস্তা চিনিয়ে দিচ্ছি পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করছি এতে করে কোনো ধরণের যানজট সৃষ্টি হচ্ছে না। ব্যাগ নিয়ে সন্দেহভাজন কেউ ঢুকছে দেখলে আমরা সেটাও চেক করছি।’