বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জার্মান রাষ্ট্রদূতের সাথে এনসিপির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লৎস-এর সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত জার্মান দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এনসিপি’র পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

জানা গেছে, বৈঠকে রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং নতুন বাংলাদেশ গঠনে এনসিপি’র পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এনসিপি নেতৃবৃন্দ তাদের ২৪ দফা ইশতেহার তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ গঠনে দলটির অবস্থান ব্যাখ্যা করেন। দুই পক্ষই জার্মানি-বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে একমত হন।

এছাড়া এনসিপি প্রতিনিধি দল জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও সাইফ মোস্তাফিজ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ উপস্থিত ছিলেন।