মুন্সীগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ তিন বীর সন্তানের পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আজ সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। জেলা প্রশাসন তাদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর এবং শহিদ পরিবারগুলোর পাশে সবসময় থাকবে। আজকের এই সঞ্চয়পত্র প্রদান আমাদের কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ মাত্র।”
অনুষ্ঠানে শহিদ রিয়াজুল ফরাজী, শহিদ ফরিদ শেখ এবং শহিদ মো: সজল-এর পরিবারের সদস্যদের হাতে প্রতীকীভাবে সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের এই মানবিক ও সম্মানসূচক উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহিদ পরিবারগুলোর সদস্যরা এই সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের প্রিয়জনের আত্মত্যাগ যেন জাতি স্মরণে রাখে, সেই প্রত্যাশা জানান।