বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,দুই লাখ টাকা জরিমানা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালে টঙ্গীর শিলমুন এলাকায় গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে,এ অভিযান পরিচালিত হয়। এসময় টঙ্গীর শিলমুন এলাকার ডেনিম শেয়ার নামে একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারকারী বেশ কিছু ওয়াশিং কারখানা মালিক গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী বলছেন, টঙ্গীর শিলমুন মরকুনসহ বিভিন্ন এলাকায় ৮০ভাগ কারখানা অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছে। এব্যাপারে টঙ্গী জোনের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান বলেন,অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদেও অভিযান অব্যাহত রয়েছে।