রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২ সফর, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে চেরাগআলী এলাকায় শনিবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম বেপারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ফরহাদ, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।
টঙ্গী পূর্ব থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ কাউসার হামিদ মোল্লাহ’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ টুকু, শহীদ জিয়া স্মৃতি সংসদ পুবাইল থানার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাঠান, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সরকার, টংগী পশ্চিম থানার সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, টংগী পুর্ব থানার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল মাদবর, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইউসুফ, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি ইব্রাহীম খলীল। এতে আরও উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়া, ৪২ নং ওয়ার্ড নেতা মাহবুব আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ জিন্নাত গাজী, মোঃ আসরাফুল ইসলাম, মহিলা নেত্রী নারগিস আক্তার।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন চেরাগআলী সিরামিক মার্কেট জামে মসজিদের ইমাম ও খতীব কারী মো. নজরুল ইসলাম।