টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-২ আসনে (গাজীপুর সদর, টঙ্গী, পূবাইল, গাছা) ধানের শীষের প্রার্থী এম. মনজুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণমিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টঙ্গীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে টঙ্গীবাজার এলাকায় মিলিত হলে এক গণজোয়ারের সৃষ্টি হয়।শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার সেনাকল্যাণ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বাটাগেট, আনারকলি রোড, স্টেশনরোড, মিলগেট, চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে টঙ্গী কলেজগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সদস্য সচিব গাজী সালাহউদ্দিন, পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, যুবদল নেতা সেলিম কাজল, নিশাত মাহমুদ জালাল, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, ফয়সাল হোসেন, মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মিরন, যুবদল নেতা আব্দুর রহমান বাবু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষ গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, দেশের জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের প্রত্যক্ষ ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে , ইনশাআল্লাহ।