শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে পোশাক শ্রমিক হত্যার বিচার দাবিতে মহাসড়কে মানববন্ধন



‎টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক মাহফুজুর রহমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

‎শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে দুইটি সংগঠনের সদস্যরা।

‎প্রায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে ‘টঙ্গী যুব সমাজ’ ও ‌’নিরাপদ সড়ক আন্দোলন -গাজীপুর’ নামের দুইটি সংগঠন এবং স্থানীয় বিএনপি-জামায়াতের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ, নেয়ামত উল্লাহ ভুঁইয়া, সানাউল্লাহ, আলমগীর হোসেন দিপু, মোহন, নাঈম, সিফাত, আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর আপ বাংলাদেশের সংগঠক আবু সাঈদ নোমান, আহমেদ সোয়াইব, মো. ফারহান প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষ ছিনতাইকারীদের ভয়ে রাতে নিরাপদে সড়ক- মহাসড়কে চলাচল করতে পারছেনা। মাহফুজ একজন নিরপরাধ মানুষ। আমরা অনতিবিলম্বে মাহফুজের হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় টঙ্গীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।

‎উল্লেখ্য,গত বুধবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক মাহফুজুর রহমানের মৃত্যু হয়।