শনিবার, ৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ সফর, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বর্জিত পলিথিনের গুদামে আগুন

টঙ্গীতে বর্জিত পলিথিনের গুদামে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বর্জিত পলিথিনের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত পলিথিন পুড়ে যায়। আগুনের তাপে পাশের বাইতুল শুক্কুর জামে মসজিদের জানালার কাঁচের গ্লাসগুলো ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিলমুন বাজার এলাকায়।
খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার পর থেকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরের বর্জিত পলিথিনের গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা গুদামে রক্ষিত পলিথিন ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে।


এব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা
যাবে।