শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিএনপি নেতার নামে ভূয়া ফেসবুক আইডি খুলে হত্যার হুমকি ও চাঁদা দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ভেন্ডারের নামে ভূয়া ফেসবুক আইডি খুলে এলাকার বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ভেন্ডার জানান, বুধবার রাত পৌণে ১০টার দিতে তার নিজ ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান জাহাঙ্গীর ভেন্ডার নামে একটি ভূয়া ফেসবুক আইডি খুলে প্রোফাইল পিকচারে দলিল লেখক লোগো ব্যবহার করে সমাজে তার সম্মান ক্ষুন্ন করার জন্য বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। বিশেষ করে তার বন্ধু মহল ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তা ছাড়াও ওই চক্রটি বিভিন্নজনের ম্যাসেঞ্জারে হত্যার হুমকি দেয়।এতে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।