শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় বৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ নয়ন গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার মজিবর ফরাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, টঙ্গীর বৌবাজার এলাকার জনৈক হাবিবের বহুতল ভবনের বেজমেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন নয়ন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।