শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতের নাম বুলবুল (৬০)। তিনি নীলফামারী জেলার জলডাঙ্গা থানার উত্তর দেশিবাই গ্রামের মৃত কসর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, একটি বিদেশি সিগারেটের চালান টঙ্গী রেলস্টেশনে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। এসময় বুলবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা দুটি বস্তায় বিশেষ ব্যবস্থায় রাখা এক হাজার ৬৮০ প্যাকেট পেট্রন ও ওরিশ সিগারেট জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩৬হাজার টাকা।

এব্যাপার টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বুলবুলকে গ্রেফতার করি। তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।