শনিবার, ৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ সফর, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে টঙ্গী সরকারি কলেজের অডিটোরিয়াম রুমে এ আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ
অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক অধ্যাপক ইসরাত বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, বাংলা বিভাগের প্রভাষক মোঃ শাহিনুর রহমান প্রমুখ।

বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে রচনা,কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।