টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : মালিক-শ্রমিকের সুসম্পর্ক জোরদার, টিমস্পিরিট বৃদ্ধি এবং কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে মজুমদার গ্রুপের উদ্যোগে আন্তঃক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে টঙ্গীর ভাদাম এলাকায় অবস্থিত মজুমদার লজের বালুর মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদার গ্রুপের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহেরাব হোসেন অপি, মজুমদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহা. সাজ্জাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এনাম মো. এসাস এবং এজিএম (এডমিন) পাপলু রায় তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মির্জা ফখরুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান আলী সুজন, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের সদস্য সচিব এস এম রেমন মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহা. সাজ্জাদ বলেন, সুস্থ কর্মপরিবেশ গঠন, টিমস্পিরিট বৃদ্ধি এবং ইতিবাচক কর্পোরেট সংস্কৃতি তৈরির লক্ষ্যেই এই আন্তঃক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একতা, শৃঙ্খলা, সৎ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলে। এ ধরনের আয়োজন কর্মীদের মাঝে বন্ধুত্ব ও উদ্দীপনা বাড়াবে এবং একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের ভিত আরও মজবুত করবে।
প্রধান অতিথি মজুমদার গ্রুপের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার বলেন, মজুমদার গ্রুপ একটি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। খেলাধুলা মানুষকে প্রাণবন্ত ও ইতিবাচক রাখে—ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এইচআর অ্যান্ড এডমিন ম্যানেজার মো. নিয়াজ নাহিদ আকন্দের প্রাণবন্ত ধারাভাষ্যে ফাইনাল ম্যাচটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
ফাইনাল খেলায় মজুমদার গ্রুপের ইউনিট-বি ও কাটিং সেকশন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ইউনিট-বি দল বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।