বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে রওশন আরা ইলেকট্রনিক্স ব্যবসায়িকউন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

একতাবদ্ধ অঙ্গীকার ‘লক্ষ্য পূরণে দুর্বার এই স্লোগানকে সামনে রেখে বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠান হয়েছে। রওশন আরা ইলেকট্রনিক্স (ভিশন ডিলার ) এর উদ্যোগে স্থানীয় পাইকারি ব্যবসায়ীদের সাথে এ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কলেজ গেট সুলতানা রাজিয়া রোডে কিংস ডেলিসিয়াস ফুড রেস্তোরাঁয় এ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম খান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এফ.এল ইলেকট্রনিক্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নুর আলম। বিশেষ অতিথি ছিলেন আর.এফ.এল ইলেকট্রনিক্স লিমিটেডের ডিপুটি জেনারেল ম্যানেজার মো.নাসির উদ্দিনসহ কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।