টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ৪৬নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি কাউসার হামিদ মোল্লা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের যৌথ স্বাক্ষরে ২২ সদস্য বিশিষ্ট একমিটি অনুমোদন দেয়া হয়। এতে বিল্লাল হোসেনকে সভাপতি ও মনির মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রব মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, নয়ন আহমেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো. মিজানকে করা হয়েছে। কমিটিতে কাউছার আহমেদকে প্রচার সম্পাদক, রহমত উল্লাহকে অর্থ-বিষয়ক সম্পাদক ও নাঈম আহমেদকে দপ্তর সম্পাদক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ইয়ামীন হোসেন, ফয়সাল আহমেদ, শাহজালাল, আল আমিন, হৃদয় মিয়া, অন্তর ও মুন্না।
এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের গাজীপুর মহানগর আহ্বায়ক নুরুল ইসলাম ফরহাদ, সদস্য সচিব নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, তারিক মাহমুদ নাদিম, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম সাবু ও বাবুল মিয়া প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, কমিটির কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি বা আওয়ামী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিস্কারসহ আইনের আওতায় আনা হবে।