বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে স্বেচ্ছাশ্রমে মহাসড়কের খানাখন্দ সংস্কার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে টঙ্গী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন জেনারেল স্টুডেন্টস ফোরাম। সোমবার সকালে টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া ছোট-বড় খানাখন্দ মেরামত করে সংগঠনের সদস্যরা। যা পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের প্রশংসায় ভাসছেন তারা।
এ কার্যক্রমে সহযোগিতা করেন টঙ্গী ট্রাফিক বিভাগ। সংস্কার কাজে ব্যবহার করা হয় ইটের খোয়া, বালি ও সিমেন্টের মিশ্রণ। কয়েক ঘণ্টার চেষ্টায় ঝুঁকিপূর্ণ অংশগুলো চলাচল উপযোগী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. শফিকুল ইসলাম, টঙ্গী জেনারেল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান মারুফ, মো. ফাহাদ সরদার, জুনায়েদ হোসেন শাকিল, সিয়াম আহমেদ ও ওবায়দা শেখ প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কামরুজ্জামান মারুফ বলেন, “আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই কাজ হাতে নিয়েছি। এই মহাসড়কের খানাখন্দে পড়ে যানবাহন দুর্ঘটনা ঘটছে।এটা দেখে বসে থাকা যায় না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হয়তোবা নিরাপদ সড়ক গড়ার পথে একদিন মাইলফলক হবে।

এব্যাপারে ট্রাফিক ইনচার্জ মো. শফিকুল ইসলাম শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, যুবসমাজ যদি এভাবে সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে, তাহলে শহর ও সড়ক উভয়ই নিরাপদ হবে।