শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় দখলমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এরশাদনগর বড়বাজার এলাকায় ৪৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের প্রধান কার্যালয়টি দখলমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অবিভক্ত টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু।
এতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন, শাকিল পারভেজ, কামাল হোসেন, আলাউদ্দিন, বাবুল চৌধুরী, মোবারক হোসেন মিলন, মহিলাদল নেত্রী হালিমা আক্তার, রাবেয়া আক্তার, মুক্তা বেগম, লাইলী আক্তার প্রমুখ।
এসময় লিখিত বক্তব্যে বলা হয়, ৪৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয়টি দীর্ঘদিন যাবত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা দখল করে রেখেছিল। ৫ আগস্টের পর কার্যালয়টি দখলমুক্ত করার পর আওয়ামী চক্রটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে নানাধরনের অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, এরশাদনগরের স্বেচ্ছাসেবক দলের এই কার্যালয়টি শুধু একটি ভবন নয়, বরং আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের প্রতীক। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে এ কার্যালয়টি গণতান্ত্রিক আন্দোলনের শক্ত ঘাঁটি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।