বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

টিসিবি কার্ড না পাওয়ায় দুর্ভোগে মাদারীপুরের ১৭ হাজার পরিবার

জেলা প্রতিনিধি

মাদারীপুর

৪ মার্চ ২০২৫, ০৯:১৭

স্মার্ট কার্ড না পাওয়ায় টিসিবি পণ্য থেকে বঞ্চিত হয়েছে মাদারীপুর জেলার ১৭ হাজার ২৩৯ অসহায় পরিবার। এর মধ্যে রাজৈর পৌরসভারই ৫ হাজার ৫১৬ সুবিধাভোগী পরিবার বঞ্চিত রয়েছে। দেড় মাস পার হলেও স্মার্ট কার্ড না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন পুরোনো এই কার্ডধারীরা। তারা রমজান মাসেও পাচ্ছেন না স্বল্পমূল্যের টিসিবি পণ্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এদিকে একে অপরের ওপর দায় চাপাচ্ছেন কর্মকর্তারা। বলছেন, যাচাই-বাছাই শেষে দেওয়া হচ্ছে কার্ড।



রাজৈর পৌরসভা সূত্রে জানা যায়, এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার ৬১৮টি টিসিবি সুবিধাভোগী পরিবার রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে এদের কার্ডগুলো নবায়ন করে স্মার্ট কার্ডে পরিবর্তিত করতে জমা নেওয়া হয়। গত ১৩ জানুয়ারি ছিল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময়। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে ৯টি ওয়ার্ডে মোট ১১০২টি স্মার্ট কার্ড বিতরণ করে রাজৈর পৌরসভা। রমজান মাসের আগে ও দ্বিতীয় রোজায় দুইবার তাদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। কিন্তু বাকি থাকা ৫ হাজার ৫১৬টি অসহায় পরিবার বঞ্চিত হয়। দীর্ঘ দেড় মাস পার হয়ে গেলেও যাচাই-বাছাই শেষ না হওয়ায় স্মার্ট কার্ড হাতে পাননি সুবিধাভোগী পরিবারগুলো।

টিসিবি ডিলাররা জানান, রমজান মাস উপলক্ষে ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা ও ৫ কেজি চালের প্যাকেজ ৬৬০ টাকায় বিক্রি করা হয়।