কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার বিকেলে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মিনি ড্রাম-ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব উনচিপ্রাং নির্মাণাধীন সেতুর উত্তর পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।
অভিযান চলাকালে চেকপোস্ট অতিক্রমের সময় চট্টগ্রাম মেট্রো-ড ১১-০৭৮৬ নম্বরের মিনি ড্রাম-ট্রাকটিকে থামার নির্দেশ দিলে চালক দ্রুত গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ট্রাকচালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে শফি আলম (৪২), ও একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জমান এলাকার সগির শাহর ছেলে মো. শাহজাহান (৩৩)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন এলাকায় সরবরাহ করত তারা। মিনি ড্রাম-ট্রাক ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার চালান পরিবহন করত তারা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫