মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা

মুক্তবাণী ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

হাইকোর্ট, মৎসভবন ও সচিবালয় এলাকার প্রতিটি মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে এবং চলছে কড়া নিরাপত্তা তল্লাশি। হাইকোর্টের কর্মী, আইনজীবী ও গণমাধ্যমকর্মী ছাড়া সাধারণ কাউকে এ এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

আজ সোমবার বেলা ১১টার দিকে রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকাল ৯টার দিকে আদালতে আনা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের যে মামলার রায় আজ ঘোষণা করা হবে, তাতে আসামি মোট তিনজন। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ মামলায় পলাতক আসামি। মামলার এক পর্যায়ে তিনি অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছে।