মুক্তবাণী অনলাইন :
একদা আমরা কয়েকজন নবীন চিকিৎসক ‘হৃদয়ে সাহস, চোখে স্বপ্ন’ সামান্য সামর্থ্য নিয়ে শুরু করেছিলাম এক নবযাত্রা। মাসিক সামান্য সঞ্চয়েই রচিত হয়েছিল একটি স্বপ্নের বীজ, যার ভিত ছিল সততা, হালাল রিযিকের অন্বেষণ, আর একে অপরের প্রতি অগাধ আস্থা।
সে স্বপ্ন শুধু আমাদের মনে আশার দীপ্তি ছড়ায়নি—ধীরে ধীরে তা বাস্তবের মাটিতেও বোনা হয়েছে দৃশ্যমান সাফল্যের পটভূমি। আজ, আলহামদুলিল্লাহ, সেই হোপের আলো নিছক কল্পনা নয়; তা এখন স্পষ্ট, স্পর্শযোগ্য, প্রেরণাদায়ক।
হালালের পথে ধাপে ধাপে এগিয়ে চলার যে শান্তি, তার স্বাদ আত্মাকে দেয় অশেষ তৃপ্তি। এ পথচলা আমাদের জন্য শুধুই পেশাগত নয়, বরং এক গভীর আত্মিক অভিযাত্রা—আস্থা, সংগ্রাম ও আলোকের পথচলা।
এই আলোকিত অভিযাত্রায় আমরা চাই সারাদেশের চিকিৎসক সমাজের প্রাণবন্ত অংশগ্রহণ। চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি স্বচ্ছ, কল্যাণমুখী ও ঐক্যবদ্ধ প্লাটফর্ম—যেখানে হালালই হোক মূল ভিত্তি। ঐক্যবদ্ধ সহমর্মিতা ও স্বপ্নই হোক পথচলার প্রেরণা।
ডা: আইরিন জামান
প্রভাষক
ফরেনসিক মেডিসিন বিভাগ
এনাম মেডিকেল কলেজ
Doctors’ Hope Private Ltd.