রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১০ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ আগামী সপ্তা‌হে ঢাকায় আসছেন। তিন দি‌নের সফ‌রে আগামী ১৪ সেপ্টেম্বর ব্রেন্ডান লিঞ্চ ঢাকায় পৌঁছানোর কথা র‌য়ে‌ছে।

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র ব্রেন্ডান লিঞ্চের ঢাকা সফ‌রের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, লিঞ্চের এই সফরে দুই দেশের মধ্যকার শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

লিঞ্চের সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠক হতে পারে।