যশোর প্রতিনিধি : যশোর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হামদান এক্সপ্রেস পরিবহন ঢাকা শ্রীনগরে দুর্ঘটনায় কবলিত হয়েছে। দুর্ঘটনায় যশোরের ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সভাপতি ডা. জালাল উদ্দীন, পাগলাদা গ্রামের জিল্লুর রহমান ও ঘুরুলিয়া গ্রামের মাওলানা মোস্তফা কামাল।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যশোর শাখার প্রচার সম্পাদক কামরুজ্জামান।
তিনি বলেন, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস করে মহাসমাবেশ অংশগ্রহণ উদ্দেশে রওনা দেন যশোরের ৫৫জনের মতো। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের পৌঁছালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন যশোরের তিন জন। এতে আহত হয়েছে ১৫জনের মতো।
তিনি আরো বলেন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত রয়েছেন। দ্রুত সকল প্রক্রিয়া শেষ করে সন্ধ্যার মধ্যে লাশ যশোরে নিয়ে আসা হবে এবং সকলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।