টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশনের ২০২৫-২০২৭ সনের নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রাজধানীর উত্তরার স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান।
সভায় ২০২৫-২০২৭ সনের জন্য ১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত কিছু সদস্যকে মনোনীত করে এ কমিটি পূর্ণতা পায়।
এছাড়া, এসোসিয়েশনের আগামী দুই বছরের কার্যক্রমকে কেন্দ্র করে একটি খসড়া পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক বিভাগকে আগামী ২০ দিনের মধ্যে নিজ নিজ বিভাগীয় পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে সমাপনী বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “তামিরুল মিল্লাত প্রতিষ্ঠার মূল লক্ষ্যকে সামনে রেখে এলামনাই এসোসিয়েশন মাদ্রাসাকে সর্বদা সহযোগিতা করে যাবে। নৈতিকতা ও যোগ্যতা সম্পন্ন আলেম ও জনশক্তি গঠনে এসোসিয়েশন অগ্রণী ভূমিকা রাখতে চায়।” তিনি সকল বিভাগীয় সম্পাদক ও সদস্যদের আন্তরিকতা ও সর্বোচ্চ যোগ্যতা দিয়ে এসোসিয়েশনের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।