খাগড়াছড়ি প্রতিনিধি : আলোচিত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ মামলায় গ্রেফতারকৃত চার ত্রিপুরার সম্প্রদায়ের যুবক আদালতে জবানবন্দি দিয়েছেন। জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে-রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু ত্রিপুরা (১৯), সুমন বিকাশ ত্রিপুরা (২২) ও রিমন ত্রিপুরা (২২)।
মামলার বরাতে পুলিশ জানায়, গত সোমবার(২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ১৫ বছরের এক কিশোরী তার আত্মীয়ের সঙ্গে মাটিরাঙায় স্থানীয় কালী মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার যুবক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। কিশোরীর বড় বোন মাটিরাঙা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আসামীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমু সরকারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।