টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে যারা সুবিধাজনক অবস্থানে ছিলেন, আর যারা হামলা-মামলা মোকাবেলা করে রাজপথে সক্রিয় ছিলেন তাদেরকে আলাদা মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, দুর্দিনে যারা দলের সাথে বেইমানি করে নাই তারাই আমাদের প্রকৃত কর্মী।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য গাজীপুর-৬ (টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব, পূবাইল ও গাছা থানা) আসনে ধানের শীষের প্রচারনার প্রস্তুতির অংশ হিসেবে গাছা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে রোববার বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়ায় হাসান উদ্দিন সরকারের প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনের গোলাপ মঞ্চে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী আব্দুস সামাদ। গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা মো. বাবর আলী, হাজী আবুল কাশেম, মো. মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম মোড়ল, মো. মুজিবুর রহমান, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ধানেছুর রহমান, গাছা থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম মোল্লা, গাছা থানা তাঁতী দলের আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।