শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেশে ফিরেছে ট্রফিজয়ী বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাংলাদেশ দলের জেতা হয়নি। তবে টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আজ দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ফেরেননি শেখ মাহেদি ও শামীম পাটোয়ারী। আগামীকাল তারা দেশে ফিরবেন।

আজ দুপুরে ঢাকায় ফেরেন টি-টোয়েন্টি সিরিজজয়ী দলের সদস্যরা। তবে দেশে ফিরলেও এখনই ছুটি পাচ্ছেন না তারা। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করে লিটন দাসের দল।

আজ বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।