রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২১ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : নেপালে চলমান রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং ক্রীড়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ পরিবহন বিমানের মাধ্যমে এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে ‘ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ’-এর দুটি খেলায় অংশগ্রহণের জন্য কাঠমান্ডু যায়। কিন্তু ৯ সেপ্টেম্বর নেপালে হঠাৎ রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ ক্রীড়া সাংবাদিকরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে জরুরি প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

তাদের অনুরোধের প্রেক্ষিতে, বাংলাদেশ বিমানবাহিনী দ্রুত একটি পরিবহন বিমান প্রস্তুত করে উদ্ধার অভিযানের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে বিমানটি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৪টা ৩৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবাহিনীর এ উদ্ধার অভিযানে মোট ৫৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে রয়েছে- ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক ও একজন ছাত্র সমন্বয়ক।

জনগণের নিরাপত্তা ও দেশের প্রয়োজনে ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একইভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।