টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলকে প্রাধান্য দিতে হবে। দেহ ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে।
শুক্রবার বাদ আসর টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ মাঠে আয়োজিত কিশোরি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, বিএনপি নেতা হাজী বাবর আলী, সরকার সাইফুল ইসলাম বিপ্লব, মহানগর যুবদল নেতা শেখ মােহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল সালাম বেপারী প্রমুখ।
গাজীপুর হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব ও বগুড়া দুপচাঁচিয়া নারী ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূণ্য থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। পরে গাজীপুর হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব, বগুড়া দুপচাঁচিয়া নারী ফুটবল দলকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে।