বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

দোকান খালি, গোডাউন থেকে সয়াবিন তেল বিক্রি

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জ

৩ মার্চ ২০২৫, ১৯:১৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেল দোকানে না রেখে গোডাউন রেখে বিক্রি করায় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় শ্রীনগর বাজারের মাধব স্টোরে বোতলজাত সয়াবিন তেল আছে কিনা জিজ্ঞাসা করলে তাদের কাছে বোতলজাত সয়াবিন তেল নেই বলে জানান। এরপর তাদের গুদামে মনিটরিং করলে সেখানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তেল গুদামে মজুত রেখে দোকানে বিক্রি না করায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপসহ মজুতকৃত তেল দোকানে নিয়ে এমআরপি মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া একই বাজারে রোকেয়া মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।

ব. ম শামীম/এএমকে