মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানমন্ডি-৩২ নম্বর ছেড়ে গেছেন বেশিরভাগ বিক্ষোভকারী

মুক্তবাণী ডেস্ক: শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভেঙে ফেলার উদ্দেশ্যে আজ (সোমবার) দুপুরে বুলডোজার নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তবে সন্ধ্যা নাগাদ তাদের বেশিরভাগই সরে গেছেন।

আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের ঘোষণা আসার পর থেকে বিক্ষোভকারীদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। যদিও একটি অংশ এখনও ঘটনাস্থলে অবস্থান করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রাত সাড়ে ৮টার দিকে জানান, আলোচনার মাধ্যমে তাদের সরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, বোঝাচ্ছি। আশাকরি, তারাও দ্রুত সময়ের মধ্যে সরে যাবেন।

এর আগে দুপুরে বুলডোজার নিয়ে শেখ মুজিবের বাসভবনের দিকে অগ্রসর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ কয়েকজন আহত হন। একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম।