সোমবার, ৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৯ সফর, ১৪৪৭ হিজরি

‘নতুন বাংলাদেশের’ ইশতেহার নিয়ে এনসিপি’র ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে, রোববার (৩ আগস্ট) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত জনসমাবেশ থেকে তারা ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করবে। দলটি জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তিকে কেন্দ্র করে এই ইশতেহার তৈরি করা হয়েছে, যা জনগণের প্রত্যাশা, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে প্রস্তুত।

শনিবার মধ্য রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দলের নেতারা এই কর্মসূচি ও ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানান।

দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। কিন্তু এখনও নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। সেই লক্ষ্যে আমাদের লড়াই অব্যাহত আছে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা দেশের ৬৪টি জেলায় সাধারণ মানুষের মুখোমুখি হয়েছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য তাদের চাওয়া-প্রত্যাশা শুনে আমরা ইশতেহার সাজিয়েছি।”

বার্তার শেষ অংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই কোনো সমাপ্তি নয়, এটি ছিল শুরু। আমরা সেই শুরু থেকে এগিয়ে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ পাঠ করব, যা নাগরিক মর্যাদা, বৈষম্যহীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার রূপরেখা দেবে।”

তিনি আরও বলেন, “আজ আবারও শহিদ মিনারে একত্রিত হচ্ছি। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—আপনারা আসুন, আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের স্বপ্নযাত্রায় আপনারাই আমাদের ভরসা।”

এনসিপি জানায়, এই ইশতেহারের মধ্য দিয়ে তারা জুলাই অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক ধাপ শুরু করতে চায়। তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন, দায়িত্বশীল, জনগণকেন্দ্রিক রাষ্ট্রকাঠামো গড়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।