বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নরসিংদীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জেলা প্রতিনিধি

নরসিংদী

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০

নরসিংদী রেলওয়ে স্টেশনে শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় শারীরিক হয়রানিরও অভিযোগ করেছেন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা।


এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ চিঠিতে স্বাক্ষর করা স্টেশনে দায়িত্বরত সবাই যুবদল নেতার বিচার চেয়েছেন সংশ্লিষ্টদের কাছে। 

অভিযুক্ত যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরী  সুমন নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক। তিনি শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা।