শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নষ্ট টয়লেটের কারণে ওলটপালট বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রাত ১২টা ২৩ মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইট। প্রায় এক ঘণ্টা উড়ার পর হঠাৎ সমস্যা ধরা পড়ে বিমানটির তিনটি টয়লেটে। ফ্লাশ কাজ করছিল না টয়লেটগুলোর। ফলে, যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।

পরে রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। এরপর রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে আবুধাবি পাঠানো হয় ওই ফ্লাইটটির যাত্রীদের। কিন্তু বিকল্প উড়োজাহাজটি সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় সময়মতো ছাড়তে পারেনি ওই ফ্লাইট। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সকালের ব্যাংককগামী ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। একইভাবে গত ২৮ জুলাইও দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে উড়ার পর ঢাকায় ফিরে আসে।