বুধবার, ২০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ সফর, ১৪৪৭ হিজরি

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে নিখোঁজ অন্তত ৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)। খবর রয়টার্স।

এনইএমএ এক বিবৃতিতে জানায়, ওই নৌকাটিতে প্রায় ৫০ জনের বেশি যাত্রী বোঝাই ছিল। তাদেরকে নিয়ে রোববার সকালে এটি ডুবে যায়। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকী ৪০ জনই নিখোঁজ রয়েছে।

যাত্রীবোঝাই নৌকাটিতে ৫০ জনেরও বেশি আরোহী ছিলেন। নদী পার হওয়ার সময় এটি ডুবে যায়। এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি প্রায় ৪০ জনের এখনো কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও স্রোতের কারণে প্রায়ই এ ধরনের নৌকা দুর্ঘটনা ঘটে। পাশাপাশি দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী বহন করাও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের আগস্টে একই সোকোতো রাজ্যে নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৬ জন কৃষক প্রাণ হারান। এছাড়া গত দুই দিন আগে মধ্য নাইজেরিয়াতে পৃথক দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হন।