শনিবার, ২৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নিহত পাইলট তৌকিরের বাসায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পাইলট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার সদস্যদের বিএনপি চেয়ারপারসন ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শোক ও সমবেদনা জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে পাইলট শহীদ তৌকির ইসলাম সাগরের বাসায় যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান দুর্ঘটনা পাইলট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর-এর পরিবার সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন।

এসময় শহীদ তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা মোছাম্মত সালেহা খাতুন স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যদের সমাবেদনা জানান তিনি।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ,ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।