রবিবার, ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ সফর, ১৪৪৭ হিজরি

নেতাকর্মীরা এখনও আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আট মাসেও অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি নেতাদের মামলাগুলো প্রত্যাহার করেনি। এখনও বিএনপি নেতাকর্মীরা আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্মরণে দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ও ভোটের অধিকারের কথায় আসলে তৃতীয় পক্ষ দাঁড় করাচ্ছে সরকার। গণতন্ত্র মানেই নির্বাচন ন্যায়বিচার।

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচন নিয়ে ডিসেম্বর ও জুন-জুলাইয়ের মধ্যে কেন ডামাডোল বাজানো হচ্ছে?

দোসররা এখনও প্রশাসনের মধ্যে রয়েছে দাবি করে দ্রব্যমূল্যসহ মানুষের বিভিন্ন অধিকার নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশে যেন আর খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা না হয় সেটাই সরকারকে দেখভাল করতে হবে।