আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিচুক্তিতে মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করার পক্ষে সমর্থন করবে বলে জানিয়েছেন আফ্রিকার কয়েকটি দেশের নেতারা। -দ্য গার্ডিয়ান।
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তারা একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ বৈঠক আয়োজন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই, গ্যাবন, গিনি বিসাউ, সেনেগাল ও মৌরিতানিয়ার নেতারা।
এর আগে গত ২২ জুন নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে এক্স-এ এক পোস্টে জানিয়েছিল পাকিস্তান সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার জন্য এ পরিকল্পনার কথা জানায় ইসলামাবাদ।