বুধবার, ২০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ সফর, ১৪৪৭ হিজরি

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে চীনের সিসিইসিসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি)-এর চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিসিইসিসির সদরদপ্তরে এ বৈঠক হয়।

বৈঠকে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটি জিওবি’র অর্থায়নে সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন রয়েছে।

সাখাওয়াত হোসেন বৈঠকে বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, কৃষি, পরিবহন ও বন্দর অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প ইতোমধ্যে চায়না জি-টু-জি ও জিওবি অর্থায়নে অনুমোদিত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

এছাড়া, প্রকল্প বাস্তবায়নে চায়না জি-টু-জি অংশের ফান্ডের জন্য দ্রুত লোন এগ্রিমেন্ট চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। সিসিইসিসির পক্ষ থেকে জানানো হয়, চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং শিগগিরই ঋণ চুক্তি (লোন এগ্রিমেন্ট) স্বাক্ষর হবে।

বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নৌপরিবহন মন্ত্রণালয়, আর্থিক সম্পর্ক বিভাগ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।