রাজবাড়ী প্রতিনিধি : পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে পারছে না। তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের মধ্যে একটি সচল থাকলেও দু’টি বন্ধ রয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
এদিকে, জরুরি পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরির অপেক্ষায় রয়েছে। স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কর্তৃপক্ষ চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এটি এখনও বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ঘাটে ভিড়তে পারছে না। বর্তমানে শুধু ৭ নম্বর ঘাট দিয়ে পারাপার চলছে। প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এখন ১০টি ফেরি চলাচল করছে।