মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৯ শিশুসহ নিহত ১০ – দাবি তালেবান সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন – এমনটাই অভিযোগ করেছে তালেবান প্রশাসন।

মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবীহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, খোস্তের গুরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা চালানো হয়।

তিনি বলেন, “পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান, ক্বাজি মীরের ছেলের বাড়িতে বোমা বর্ষণ করেছে। এতে পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট নয় শিশু এবং একজন নারী শহীদ হয়েছেন। বাড়িটিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।”

মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী আরও কয়েকটি আকাশ হামলা চালিয়েছে, যেখানে অন্তত চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

আফগানিস্তান বলছে, এসব হামলা স্পষ্টতই দেশটির ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনছে।