ক্রীড়া ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আজহার মাহমুদের সাথে সম্পর্ক শেষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের জুনে তাকে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরের আগ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ সূচিতে না থাকায়, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এখনই তার কোচিং অধ্যায়ের ইতি টানা হয়েছে।
এর মাধ্যমে পাকিস্তান দলের সঙ্গে সাবেক এই অলরাউন্ডারের দীর্ঘ সম্পর্কেরও অবসান হলো। এর আগে ২০২৪ সালের এপ্রিলে তাকে সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সাদা বলের দলে গ্যারি কারস্টেনকে এবং লাল বলের দলে জেসন গিলেস্পিকে সহায়তার দায়িত্ব ছিল আজহারের উপর। একই মাসে তিনি অন্তর্বর্তীকালীন ভূমিকায় একটি সাদা বলের সিরিজও তত্ত্বাবধান করেছিলেন।
ভারপ্রাপ্ত কোচ হিসেবে আজহার মাত্র একটি টেস্ট সিরিজ পরিচালনা করেন, যেখানে ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ড্র ছিল প্রশংসনীয় সাফল্য।
আজহার বলেন, “পিসিবি আমাকে নির্দিষ্ট একটি মেয়াদের জন্য নিয়োগ দিয়েছিল। এই সময়ে আমি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। এখন আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং আমি ভবিষ্যৎ অভিযানে দলের অব্যাহত সাফল্য কামনা করি।”
এটি ছিল পাকিস্তান দলের সঙ্গে আজহারের দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মিকি আর্থারের কোচিং আমলে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি আইএলটি২০ লিগে শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্সের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন। লিগভিত্তিক কোচিং সার্কিটে তার ফেরার সম্ভাবনাই বেশি। তিনি এর আগে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ ছিলেন এবং পাকিস্তান দলে যোগ দেওয়ার আগে সারের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।