শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পোপের অভিষেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

রোববার (১৮ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

রোববার নতুন পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠান হয়। এর মধ্যদিয়ে পোপ হিসেবে তিনি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন।

দুপুরে পোপের জন্য নির্দিষ্ট সাদা বাহনে চড়ে সেন্ট পিটার্স স্কয়ারে এসে উপস্থিত হন পোপ লিও চতুর্দশ। এরপর তিনি উপস্থিত জনতাকে হাত নাড়িয়ে অভিবাদন জানান।

এরপর একজন কার্ডিনাল তাকে জেলেদের বিশেষ একটি আংটি উপহার দেন। এই আংটিটি মূলত তার ভূমিকার প্রতীক হিসেবে দেয়া হয়, যা ঐতিহ্য হিসেবে সেন্ট পিটারের সময় থেকে চলে আসছে। সেন্ট পিটার মূলত একজন জেলে ছিলেন। এ সময়, পোপ লিও প্যালিয়ামও গ্রহণ করেন, যা একজন রাখাল হিসেবে তার ভূমিকার প্রতীক।

এই অনুষ্ঠানটি মূলত তার পোপ পদের আনুষ্ঠানিক সূচনাকে নির্দেশ করে। এটি ঐতিহ্যবাহী একটি রীতি হিসেবে দীর্ঘসময় ধরে চলে আসছে।

ইতালিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স ফয়সাল বিন সাত্তাম বিন আব্দুল আজিজও এই অনুষ্ঠানে যোগ দেন।