নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে শুরু হয়েছে ‘জুলাই গ্যালারি’। প্রদর্শনীতে সংঘটিত গুম, খুন, লগি-বৈঠা, শাপলা গণহত্যা, সেই সময়ের বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ২০২৪ সালের গণহত্যাসহ বিভিন্ন ঘটনা চিত্র ও তথ্যের মাধ্যমে তুলে ধরা হবে।
শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি চলবে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত।
প্রদর্শনীর শেষ দিনে একটি প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করার কর্মসূচি রাখা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এই গ্যালারিতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। এটি হবে স্বৈরাচারবিরোধী গণসচেতনতার এক ব্যতিক্রমী প্রদর্শনী।