 
  
																
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এসওয়াই ইউসেফ রামাদান।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন। এ সময় পারস্পারিক কুশলাদি বিনিময় করেন তারা। এদিন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও দুই দেশের বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গত এক বছরে বিচার বিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান বিচারপতি। বিশেষ করে একটি স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেন তিনি। এ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন রয়েছে বলে জানান ড. সৈয়দ রেফাত আহমেদ।
প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে অভিনন্দন জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচারসেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু ও অধস্তন আদালতের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এ ছাড়া নিজের দেশের প্রতি বাংলাদেশের জনগণের একচ্ছত্র সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।