বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

প্রবন্ধ : মানুষের প্রতি সম্মান

মোবাশ্বিরা হাবিবা :

আজকাল একে অপরের প্রতি সম্মানবোধ লোপ পেয়েছে। মানুষের মধ্যে অহংকার বৃদ্ধি পাচ্ছে। ভুলেই যাচ্ছে‚ সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তা‘আলা বলেন: ‘বল! হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’। (সূরা আল ইমরান, আয়াত : ২৬)
কাউকে সম্মান দেওয়াটা যেন অনেক কঠিন কাজ হয়ে গিয়েছে। অন্যকে সম্মান দেওয়ার মানসিকতা খুব কম মানুষেরই আছে। অথচ‚ রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করে না‚ সে আমাদের দলভুক্ত নয়।’(আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৩৫৬)
আমরা কি এই হাদীসের আলোকে জীবন গড়তে পেরেছি? মানুষকে সম্মান দিয়ে কেউ তুচ্ছ হয় না; বরং সবার কাছে অধিক সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পায়। এটার জন্য অঢেল পরিশ্রম কিংবা অর্থের প্রয়োজন হয় না ; প্রয়োজন হয় সুন্দর মানসিকতার। একজন মানুষ আমার যতই ক্ষতি করুক‚ যখন আমি তাকে সম্মান দিয়ে কথা বলব‚ তখন সে স্বভাবতই আমার প্রতি দুর্বল হয়ে যাবে। অন্যকে সম্মান না দিলে নিজেও সম্মান পাব না—এই সহজ একটা বিষয় আমরা সহজে বুঝি না। সবাই একই মানসিকতার হবে—এটা কখনো সম্ভব নয়; তবু আমার জন্য উচিত হল—সবাইকে যথাযথ সম্মান করা। আল্লাহ তা‘আলা আমাদেরকে কবুল করুন। আমীন।