বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফিলিপিন্সে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলের কাছাকাছি এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন গবেষণা সংস্থা ফিভলক্স। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের পর ফিলিপাইনসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফিভলক্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাবাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় এলাকার উপকূলে যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাত (আফটারশক) সম্পর্কে সতর্ক করেছে।

সংস্থার আরও জানায়, ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে বসবাসকারী মানুষ যেন অবিলম্বে উঁচু স্থানে আশ্রয় নেয় বা স্থলভাগের আরও গভীরে চলে যায়, কারণ স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনে ১ থেকে ৩ মিটার পর্যন্ত ঢেউ হতে পারে। ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলেও ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ফিলিপাইনের দাবাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব স্থানীয় এক সম্প্রচারমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। কম্পনটি ছিল অত্যন্ত শক্তিশালী।

প্রভাবিত এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।