রবিবার, ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ সফর, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি:

ফিলিস্তিনে মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেনী শহরের ফেনী সিটি গার্লস হাইস্কুলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বেলা ১১টার দিকে স্কুলটির প্রধান শিক্ষক অধ্যক্ষ মামুনুর রশীদের নেতৃত্বে কয়েকশো নারী শিক্ষার্থী শান্তি কোম্পানি রোডের মাথা থেকে বিক্ষোভ নিয়ে বের হয়ে কুমিল্লা বাস স্ট্যান্ড, মিজান রোডস্ত শান্তি চত্বর এবং ফেনী শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা পুনরায় ফেনী সিটি গার্লস হাই স্কুল মাঠে এসে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে। এতে স্কুলের সিনিয়র শিক্ষক আশরাফুর রহমান সোহেল, নুরুজ্জামান সবুজসহ বিপুল পরিমাণ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক অংশ নেয়।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনের দীর্ঘ পতাকা প্রদর্শন করে সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়৷ এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে।