বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

ফেনীতে ট্রেন ও সিএনজির সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, চালক আহত

ফেনী প্রতিনিধি : ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২) ও তার মা ফাতেমাতুজ জোহরা (৬২) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালক।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেলগেট পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের বাসিন্দা ও মৃত হারেস আহম্মেদের বড় ছেলে। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে একটি সিএনজি রেললাইনের উপর আটকে পড়ে। ট্রেন ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিনজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। তার মাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নেওয়ার পথে মৃত্যু হয়।

ফেনী রেলগেটের গেইটম্যান বাবু জানান, “গেট বন্ধ করার পরও রংসাইড় দিক থেকে আসা গাড়ির কারণে যানজট তৈরি হয়। একটি সিএনজি রেললাইনের উপর আটকে পড়ে। অনেকবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হই। ট্রেন থামাতে লাল সিগনাল দিলেও দূরত্ব বেশি হওয়ায় থামানো সম্ভব হয়নি।”

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান উদ্দিন বলেন, “ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় দুজনকে আনা হয়। একজন আগেই মারা যান। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।”

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, “এ ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলগেটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।