ফেনী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে শুক্রবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল, মাওলানা হারুনুর রশিদ, জেলা সহকারী সেক্রেটারী এড. জামাল উদ্দিন, শহর সহ সেক্রেটারী মাওলানা সামাউন হাসান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জামায়াত নির্বাচন বিরোধী নয় বরং নির্বাচন মুখি একটি দল।পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষিত হলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে যখন নির্বাচন দেন আমরা প্রস্তুত আছি। কিন্তু পিআর ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা।জনগন কোন ভাবেই তা মানবেনা।